Logo
শিরোনাম
চাঁদাবাজি ও দখলবাজির মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি ….সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে….. আমিনুল হক দুর্নীতিবাজ ও জুলাই আন্দোলন বিরোধীদের তালিকা দিন – মোমিন মেহেদী মিথ্যা মামলায় ১০ মাস ধরে কারাগারে দীলিপ কুমার আগারওয়াল স্বরূপকাঠি-বানারীপাড়া সড়কের জম্বুদ্বীপ বেইলী ব্রিজটি যেন মর,ণ,ফাঁ,দ চার দিনেও খোঁজ মেলেনি ঢাকায়  নিখোঁজ বানারীপাড়ার আদি’র বানারীপাড়ায় নদীর চরের মাটি কেটে নেওয়ার অভিযোগে ৬ ট্রলারসহ ইটভাটার ১৪ শ্রমিক আটক স্বরূপকাঠিতে জিয়ামঞ্চ কর্মীসভা অনুষ্ঠিত যাত্রাবাড়ি-সায়েদাবাদে আবাসিক হোটেলের নামে চলছে মাদক ও দেহ ব্যবসা,মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে । ক্লুলেস ছিনতাই ও খুনের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেন…. কাফরুল থানা পুলিশ মিরপুর মডেল থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ….. সাজ্জাদ রোমন

স্বরূপকাঠি-বানারীপাড়া সড়কের জম্বুদ্বীপ বেইলী ব্রিজটি যেন মর,ণ,ফাঁ,দ

 

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

 

বরিশাল-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়ার জ¤ু^দ্বীপ বেইলী ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি ব্রিজের বেশ কয়েকটি স্থানে স্টিলের পাত ভেঙ্গে,দেবে ও সরে গিয়ে এ মরণ ফাঁদের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ জুন )সন্ধ্যায় ব্রিজের দক্ষিণ প্রান্তের ভেঙ্গে যাওয়া স্টিলের পাতের ফাঁকে স্বরূপকাঠি থেকে আসা রাজধানীগামী কাঠবোঝাই ট্রাকের চাকা আটকে কয়েক ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম জনদূর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া ওই ব্রিজে প্রায়ই ঘটছে দূর্ঘটনা । এরশাদ জামানায় শেষের দিকে বানারীপাড়ার সন্ধ্যা নদীর শাখা নদীতে জ¤ু^দ্বীপ এলাকায় বৃহৎ আকারের এ বেইলী ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ব্রিজটি ঝুঁিকপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় এ ব্রিজে বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক, বিশেষ করে ২৫/৩০টন ওজনের কাঠবাহী ট্রাক,ঢাকাগামী পরিবহণ ও অভ্যন্তরীণ যাত্রীবাহী বাসসহ রাত-দিন নানা ধরণের হাজারো যানবাহন চলাচল করে থাকে। পিরোজপুরের স্বরূপকাঠিসহ বিভিন্ন এলাকার মানুষ এ ব্রিজের ওপর দিয়ে রাজধানী,বরিশাল শহর ও বানারীপাড়াসহ দেশের নানা প্রান্তে চলাচল করে থাকেন। স্থানীয়রা অবিলম্বে ব্রিজটি টেকসই সংস্কার কিংবা নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচল উপযোগী করা হবে। এছাড়া এখানে গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com