নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল ঘোনাপাড়া ফুটবল খেলা অনুষ্ঠিত ৩০ নভেম্বর ২০২৪ ইং রোজ।শনিবার টাঙ্গাইল বিকেল ৩টা স্থান: মরহুম আব্দুল আলীম খান স্মৃতি খেলার মাঠ, ঘোনাপাড়া, নাগরপুর, টালাইন। ঘোনাপাড়া তরুণ তেজ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণকারী দল আর আরহান স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথিঃ জনাব মোঃ মশিউর রহমান খান (মিথুন) সহকারী পরিচালক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা।
সম্মানিত অতিথিঃ জনাব খান সেলিম রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাব। সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা
উদ্বোধক: জনাব শিল্প স্থাপক এম এ এ সৌরভ খান, প্রধান সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাব।
সভাপতিত্ব করবেন: মোঃ ছামিনুর রহমান খান অধ্যাপক, নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর, টাঙ্গাইল।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন খান,সাবেক ব্যাংক কর্মকর্তা। জনাব মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক, নিউ আয়েশা (রা:) মোমোরিয়াল হাসপাতাল টাঙ্গাইল। জনাব ডাঃ মোঃ নাহিদ হোসেন খান, এম.বি.বি.এস, সিনিয়র মেডিকেল অফিসার (রক্ত রোগ বিভাগ)। জনাব মোঃ রকিবুল ইসলাম খান সেন্টু, শাখা ম্যানেজার, জীবন বীমা কর্পোরেশন, নাগরপুর, টাঙ্গাইল। জনাব মোঃ মনসুর আলী, সমাজ সেবক। জনাব মোঃ আজিম খান,ইউপি সদস্য, ৬নং ওয়া জনাব মোঃ আব্দুল গফুর মিয়া, সাবেক ইউপি সদস্য। সানমুন ফার্মা, ইঞ্জিনিয়ারিং আজলিয়া, ঢাকা। জনাব মোঃ রাজীব মিয়া,ম্যাচ পরিচালনায়ঃ মোঃ সাখাওয়াত হোসেন খান।
ধন্যবাদান্তে: জনি খান, সহ-সভাপতি, ঘোনাপাড়া তরুণ তেজ সমিতি। জনাব আব্দুল্লাহ হাবিব, ক্রীড়া সম্পাদক, যোনাপাড়া বারপাখিয়া পাহাড়পুর অত্র এলাকাবাসি।
ধারাভাষ্য: মাহাথির মামুন,সঞ্চালনায় – জুয়েল পাচেক ফ্রিজ এন্ড টিভি ফাইনাল ফুটবল খেলা-২০২৪পরিচালনায়: সোলায়মন খান বনাম রফিক-অহিদ ফুটবল একাদশ
সার্বিক সহদ্ধেশিশুটি। ঘোনাপাড়া বারপাখিয়া, পাহাড়পুর ও অত্র এলাকার জনগণ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি