Logo
শিরোনাম
গুলশানে স্পা সেন্টারের নামে চলছে সাইফুল, হিমেল শামীমের মাদক ও নারী বাণিজ্য , প্রশাসন চুপচাপ দেখেও দেখছে না। প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার ডক্টর মোঃ আশরাফুল হক মিয়া মানবাধিকার শান্তি পদকে ভূষিত হলেন এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে ভয় ও  হুমকি প্রদানের সংবাদ সম্মেলন এস,এম জাহাঙ্গীরকে জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতারা সন্ত্রাসী সুমনের প্রত্যাবর্তনে লালমাইয়ে আতঙ্ক রাজধানী উত্তরা এলাকায়  উলুদাহ বাদালদি  আতংকের নাম কথিত এন এস আই নাজমুল করিম… তার খুটির জোর কোথায় টাঙ্গাইল ঘোনাপাড়া তরুণ তেজ সমিতির উদ্যোশে ফুটবল ফাইনাল খেলা- জয়লাভ  রফিক ওহিদ ও রার্নারচাপ হয়ছে:,- আর আরহান স্পোর্টিং ক্লাব যার নাই কোনো গতি , সে খায় হোমিওপ্যাথি এটা আসলে ভুল ধারণা বিস্তারিত জানুন… দখল রাজধানীর মিরপুরে বেশিরভাগ ফুটপাত, মানুষ হাঁটবে কোথায়? ফুলপুর উপজেলা প্রশাসনিক বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়

শের_ই বাংলা এ কে  ফজলুল  জন্মবার্ষিক উপলক্ষে বিচারপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন …….সাংবাদিক সুমন খান 

 

স্টাফ রিপোর্টার:

 

 

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১”তম জন্মবার্ষিকী   (গত ১৩ নভেম্বর ২০২৪ )। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এ কে ফজলুল হকের অবদান ছিলো। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।

সেই ধারাবাহিকদের মধ্য দিয়ে,

সার্ক মিডিয়া ক্লাব সার্ক‌ ভুক্ত  দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক মিডিয়ার ব্যক্তিদের প্ল্যাটফর্ম এর বিশেষ আয়োজনে , শেরে_ই বাংলা একে ফজলুল হক এর ১৫১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ও গুণীজনদের সম্মাননা প্রদান। গত ১৩ ই নভেম্বর ২০২৪ রোজ বুধবার। ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলাতন চতুর্থ তোলা পল্টন টাওয়ার বিজয়নগর ঢাকা ,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ লুৎফর রহমান, (এল রহমান) সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নুরুল কবি র, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চট্টু বাণী ও ব্যুরো চিপ মাই টিভি চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চেয়ারম্যান বিবিএন নিউজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড. হামিদা খানম চেয়ারম্যান,পানি বিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

এস এম মোর্তুজা আলম (বুলবুল)

পরিচালক, (মার্কেটিং) মডার্ন জমিদার সিটি।বিশেষ অতিথি ছিলেন,

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাসুম সম্পাদক ও প্রকাশকমাসিক,মুক্তিযোদ্ধা বার্তা,সম্মাননা গ্রহন করেন ইউনুছ শেখসহকারী শিক্ষক,৪৯নং আংগারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শরীয়তপুরসদর, শরীয়তপুর।

মাস্টার ট্রেইনার(বাংলা)ধীরেন্দ্রনাথসাহা ,সভাপতি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়াইগ্রাম নাটোর।মোঃ কামাল উদ্দীন রিজিয়ন চেয়ারপার্সন (এইচটিএমএল) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ A1 বাংলাদেশ,জাতীয় দৈনিক সংবাদদিগন্ত,সিনিয়র স্টাফ রিপোর্টার…সুমন খান,

জাতীয় দৈনিক সংবাদ দিগন্তর স্টাফ রিপোর্টার চৌধুরী।ডক্টর মোঃআশরাফুল হক মিয়া

প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার,

অসীম কুমার ঘোষ পরিচালক (মার্কেটিং)প্রোব বাংলাদেশ লিঃ,

মাহফুজুর রহমান মামুন প্রধান সমন্বয়কারী অনুষ্ঠান উদযাপন কমিটি,

সভাপতিত্ব করেন। সাব্বির আহমেদ রাজু ভারপ্রাপ্ত সভাপতি, সার্ক মিডিয়া ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com