সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
সুমন খান:
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৩আগস্ট২০২৪ ) সকালে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে চার নম্বর গেটের সামনে , নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরি দিয়েছেন। বহু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে।উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তাকে ফাঁসির আসামি করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন রেনু,যুগ্ন আহবায়ক মোহনগঞ্জ উপজেলা ছাত্রদল।রায়হান চৌধুরী, সভাপতি ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়ন ছাত্রদল। মুজাহিদ মিরপুর থানা ছাত্রদল মেধাবী ছাত্রনেতা ও মদন মোহনগঞ্জ খালিয়াজুরী থানার জনগন তাদের এক বক্তব্য বলেন বাবর ভাইকে মুক্তি দিতে হবে।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত মামলায় তাঁকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯১ ও ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি