মিরপুর প্রেসক্লাব’র সহ-সভাপতি শামীমা আক্তার ও যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান এর নাতী কাজী জোনায়েদ রহমান জিম ও সাদিয়া আক্তার মুমু’র শুভ বিবাহ্ অনুষ্ঠান
<<<এই বিয়ের অনুষ্ঠানে ভিডিও চিত্রসহকারে বিস্তারিত রাখুন<<<<
ঢাকা থেকে প্রকাশিত:
বাংলাদেশের ছেলে-মেয়ে লন্ডন প্রবাসী “মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শামীমা আক্তার এবং যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান এর নাতী ‘বর’ কাজী জোনায়েদ রহমান (জিম) পিতাঃ কাজী মিজানুর রহমান, মাতাঃ জাকিয়া রহমান, গ্রামঃ লুন্দী, পোঃ লুন্দী,থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর,বাংলাদেশ। বর্তমানে স-পরিবার লন্ডন প্রবাসী। কনে সাদিয়া আক্তার মুমু,পিতাঃ নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ, জেলা পরিষদ চেয়ারম্যান এবং সভাপতি, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ আওয়ামী লীগ,মাতাঃ হাসনা হুদা, সভাপতি-সুনাম গঞ্জ জেলা,মহিলা আওয়ামী লীগ, বর্তমানে কনে লন্ডন প্রবাসী।
গায়ে হলুদঃ গত ২০শে ডিসেম্বর সন্ধা ৭ঘটিকা হইতে ধুম ধামাক্কা ভাবে রাজধানীর ১০০ ফিটে বাটার ফ্লাই গার্ডেন জিম+মুমুর দুই পক্ষের মাধ্যমে গায়ে হলুদের ঝিলিক সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়ায় মেতে উঠে বাটার ফ্লাই গার্ডেন।
বর স্হানঃ ঢাকায় বিলাসবহুল হোটেল রেডিশন “ব্লু”তে সন্ধ্যা সাতটা হইতে রাত ১২টা পর্যন্ত সানাইয়ের সুরে সুরে ‘বুফে’ ডিনারের ভিতর দিয়ে কনে মুমুকে বউ সাজিয়ে বরের বাবা-মায়ের সম্মুখে বরের হাতে তুলে দিলেন কনের বাবা-মা।
এসময়ে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
বউভাত অনুষ্ঠানঃ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গত ২৪-১২-২৩ইং রোজ রবিবার সু-সজ্জিত পরিবেশে সেনা মালঞ্চ হলে বউভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে দেশী / বিদেশী নতুন পুরাতন সকলের সাথে মতবিনিময় সাক্ষাৎ হয়।
উক্ত বৌভাত অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বর্নের সচিব, চিপ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। তারমধ্যে সাংবাদিক জগতের আইকন, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, চেয়ারম্যান ফ্রি-ল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ ও মিরপুর প্রেসক্লাবে’র প্রতিষ্ঠাতা সভাপতি, জনাব গোলাম কাদের, সহ-সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক-এইচ, এম, জামাল উদ্দিন, যুগ্ন- সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম নাসা, ক্রীয়া বিষয়ক সম্পাদক-পপি খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মোঃ রেজাউল শেখ, কার্যনির্বাহী সদস্য-হাসিনা আক্তার, সদস্য-মোশারেফ হোসেন মনা,সদস্য-সুমন খানসহ অন্যান্য শিশু শিল্পী।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি